• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

আইন-আদালত

হয় মাদক, নয় জেলা ছাড়তে হবে-নীলফামারী নবনিযুক্ত এসপি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ জুলাই ২০২৩

তৈয়ব আলী সরকার নীলফামারী, নীলফামারী প্রতিনিধি:
হয় মাদক, নয় জেলা ছাড়তে হবে, সাফ জানিয়ে দিলেন,নীলফামারীর নবনিযুক্ত পুলিশ সুপার মো. গোলাম সবুর পিপিএম সেবা।
তিনি বলেন জুয়া, চাঁদাবাজী এবং কোন রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেল চলতে দেওয়া হবে না কোথাও। যা আজ বিকাল থেকে শুরু হবে। এতে স্থানীয় সাংবাদিক বৃন্দ শতভাগ সহয়তার আশ্বাস দেন।
শনিবার (১৫ জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, মাদক, জুয়া, সন্ত্রাস, বাল্যবিবাহ, চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স।
নবাগত জেলা পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকারের সফল রাষ্ট্র নায়ক দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ নির্মাণে মাদক, জুয়া, সন্ত্রাস, বাল্যবিবাহ, চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সর ঘোষণা করেন। তাই নীলফামারী জেলা পুলিশ আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিরলসভাবে কাজ করে যাবে। এতে কোন সন্দে নেই। এছাড়াও সবুজে ঘেরা নীলফামারীকে টিমের আওতায় এনে কাজ করার বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী-জলঢাকা সার্কেল) মো. মোস্তফা মঞ্জুর (পিপিএম সেবা), ডিআইও ওয়ান আব্দুর রাজ্জাক, সদর থানার ওসি খান মো. শাহ্রিয়ার, ডিবি ওসি রওশন কবীর, নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি তাহমিন হক ববি, সাধারন সম্পাদক হাসান রাব্বি প্রধানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads